মঙ্গোলিয়ান প্রনের রেসিপিটি |
চিংড়ির নাম শুনলেই জিভে জল চলে আসে সবার। আর এই চিংড়ির রান্নাটি যদি হয় ঝাল ঝাল, একই সাথে মুচমুচে এবং সসে মাখামাখা, তাহলে তো কথাই নেই! ঝাল খেতে যারা ভালোবাসেন, তাদের জন্য রইলো দারুণ মঙ্গোলিয়ান প্রনের রেসিপি। মজাদার স্ন্যাক্স হিসেবে যেমন, তেমনি কোনো অনুষ্ঠানে অতিথিদের চমকে দিতেও দারুণ এই খাবারটি।
উপকরণ
- ১৬/১৮টি বড় চিংড়ি, পরিষ্কার করা কিন্তু লেজ সহ
- ৩/৪ কোয়া রসুন কুচানো
- ২ টেবিল চামচ লাল মরিচ পেস্ট
- লবণ স্বাদমতো
- আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো
- ডিপ ফ্রাই করার জন্য যথেষ্ট তেল
- ১ ইঞ্চি পরিমাণ আদা, কুচানো
- ২ টেবিল চামচ টমেটো কেচাপ
- ২ চা চামচ পাতলা সয়া সস
- ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
- ১ চা চামচ চিনি
- ১ চা চামচ মল্ট ভিনেগার
- দুটো পিঁয়াজকলি কুচানো
প্রণালী
১) চিংড়িগুলোকে একটা বোলে নিয়ে এতে যোগ করুন অর্ধেক পরিমাণ রসুন, এক টেবিল চামচ মরিচ পেস্ট, লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়োর অর্ধেক। ভালো করে মিশিয়ে ম্যারিনেট হতে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট।
২) এই সময়ের পর এতে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে নিন।
৩) কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করে নিন। চিংড়িগুলোকে মুচমুচে সোনালি করে ভেজে তুলুন।
৪) সস তৈরির জন্য নন স্টিক কড়াইতে অল্প করে তেল গরম করে নিন। এতে বাকি আদা-রসুন দিয়ে দিন এবং রসুন সোনালি হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। এতে বাকি মরিচের পেস্ট দিয়ে সাঁতলে নিন। এরপর টমেটো কেচাপ দিন। এতে যোগ করুন সয়া সস এবং ভাজা চিংড়িগুলো। টস করে মিশিয়ে নিন। স্বাদমতো লবণ, বাকি গোলমরিচ গুঁড়ো, চিনি এবং মল্ট ভিনেগার দিয়ে আবারও টস করে নিন।
উপকরণ
- ১৬/১৮টি বড় চিংড়ি, পরিষ্কার করা কিন্তু লেজ সহ
- ৩/৪ কোয়া রসুন কুচানো
- ২ টেবিল চামচ লাল মরিচ পেস্ট
- লবণ স্বাদমতো
- আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো
- ডিপ ফ্রাই করার জন্য যথেষ্ট তেল
- ১ ইঞ্চি পরিমাণ আদা, কুচানো
- ২ টেবিল চামচ টমেটো কেচাপ
- ২ চা চামচ পাতলা সয়া সস
- ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
- ১ চা চামচ চিনি
- ১ চা চামচ মল্ট ভিনেগার
- দুটো পিঁয়াজকলি কুচানো
প্রণালী
১) চিংড়িগুলোকে একটা বোলে নিয়ে এতে যোগ করুন অর্ধেক পরিমাণ রসুন, এক টেবিল চামচ মরিচ পেস্ট, লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়োর অর্ধেক। ভালো করে মিশিয়ে ম্যারিনেট হতে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট।
২) এই সময়ের পর এতে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে নিন।
৩) কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করে নিন। চিংড়িগুলোকে মুচমুচে সোনালি করে ভেজে তুলুন।
৪) সস তৈরির জন্য নন স্টিক কড়াইতে অল্প করে তেল গরম করে নিন। এতে বাকি আদা-রসুন দিয়ে দিন এবং রসুন সোনালি হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। এতে বাকি মরিচের পেস্ট দিয়ে সাঁতলে নিন। এরপর টমেটো কেচাপ দিন। এতে যোগ করুন সয়া সস এবং ভাজা চিংড়িগুলো। টস করে মিশিয়ে নিন। স্বাদমতো লবণ, বাকি গোলমরিচ গুঁড়ো, চিনি এবং মল্ট ভিনেগার দিয়ে আবারও টস করে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন